মঙ্গলবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তর পাশে ওবাইদিয়া সড়ক এলাকায় ওভার টেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
এসময় মনির উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সেই কক্সবাজারের চকরিয়া চিরিংগা এলাকার আবু বক্করের ছেলে ও বাসের সুপারভাইজার। এসময় আহত হয়েছে গাড়ির অন্তত ২০ যাত্রী।
দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আহত সবার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি। সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, (ঢাকা মেট্রো-ব-১৪-১১৪৫) শ্যামলী নামের লোকাল বাস খাদে পড়ার খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্বার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করেন।