সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থীসহ ৫৯ জন। আগামী ১৬ জানুয়ারী সন্দ্বীপ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২০ ডিসেম্বর) ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এদের মধ্যে ২ জন মেয়র পদে, ৪৫ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আতাউর রহমান বলেন, ৫৯ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে ২ জন মেয়র প্রার্থী রয়েছেন।
২২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ তারিখ এবং ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
এর আগে, গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে পৌরসভা নির্বাচনের পরিপত্র জারি করা হয়। সীতাকুণ্ড পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হলেও এ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ব্যালটে।