সন্দ্বীপে রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক এখনো চিকিৎসাধীন রয়েছে। গত চার দিনে তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে জানিয়েছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা।
অবস্থার উন্নতি হলেই নবজাতককে আবেদনকারী দম্পতির কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুছাপুর বদিউজ্জামান হাইস্কুলের পাশের রাস্তা থেকে নবজাতক উদ্ধার করা হয়।
পরে তাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার আকবর হোসেন বলেন, কুড়িয়ে পাওয়া নবজাতকের অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। চিকিৎসকরা তাকে উন্নত সেবা দিয়ে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইউএনও সম্রাট খীসা বলেন, শিশুর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। এর পরেও শিশুটি দত্তক নিতে অনেক দম্পতি আবেদন জানিয়েছেন। সুস্থ হলেই আবেদনগুলো যাচাই বাছাই করে উপযুক্ত দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।