সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন রায় বলেন, সকালে ভোটের শুরুতেই দু-এক জায়গায় বিচ্ছিন্ন কিছু সমস্যা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
ইউএনও জানান, নির্বাচনে পৌরসভার ১৭টি কেন্দ্রে ১০ জন ম্যাজিস্ট্র্রেটসহ প্রায় দুই শতাধিক পুলিশ, দুই প্লাটুন বিজিবি, র্যাবের ভ্রাম্যমাণ আদালতসহ দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার ৬০০ সদস্য। তিন স্তরের নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্সও।