ট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনে নতুন স্টেশনমাস্টার দায়িত্ব বুঝে নিতে এলে কর্তব্যরত মাস্টারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও পরে মারামারিতে রূপ নেয়।
এতে একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হন।
ভাটিয়ারির রেলস্টেশন মাস্টার মাহমুদুল ইসলাম ভূঞা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বড়তাকিয়ার কর্তব্যরত স্টেশনমাস্টার শামসুদ্দোহার কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে আসেন শেখ আহাম্মদ নামে নতুন স্টেশনমাস্টার।
এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে শেখ আহাম্মদ জানালার গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ফেটে গেলে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিআরপি পুলিশের সীতাকুণ্ডু জোন ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।