হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হোসেন তারেক প্রকাশ বাপ্পারাজ (২২) নামে এক যুবক মারা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো চারজন। নিহত বাপ্পারাজ হাটহাজারী পৌরসভার ব্যবসায়ী ফটিকা নিবাসী আবুল কালামের পুত্র।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাটহাজারী-রাউজান মহাসড়কের সত্তার মোড়ের হাটহাজারী অংশে বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়-বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত হোসেন তারেক বাপ্পারাজ তাদের নিজস্ব প্রাইভেটকার নিয়ে রাউজানের একটি বিয়ের অনুষ্ঠান থেকে তার হাটহাজারীস্থ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে উক্তস্থানে পৌঁছলে তার চালিত কারের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাপ্পারাজ মারা যায়।
আহত অন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকতা মো. শাহজাহান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকের আসনে বসা মারাত্মকভাবে আহত বাপ্পারাজকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।