সীতাকুন্ড প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফ.সি.এ মহোদয়ের ৬ষ্ট কারাবন্দী দিবস উপলক্ষে গতকাল ১৫ মে (রবিবার) সীতাকুণ্ড উপজেলাধীন ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি আবদুর রহিম এর সভাপতিত্বে কারামুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। দোয়া মাহফিলে প্রিয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর মুক্তির দাবী জানানো হয়।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কোরবানি আলী শাহেদ দৈনিক বীর চট্টলার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ৬ বছর যাবৎ আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসা ও সরকারের রোষানলের শিকার হয়ে বিনা অপরাধে বন্ধি। প্রিয় নেতা মুক্তির জন্য আমরা রাজপথে অবিরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন,ইউনিয়ন ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোঃআবদুর রহিম,সিঃ সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃআবু বক্কর সিদ্দিকী বাবলু, মোঃরবিউল, মোঃ আবু হাসনাত শিবলু, মোঃআলী আজগর,মোঃপারভেজ, মোঃশাকিল,মোঃজিদান, মোঃশাহীন আলম সাগর মোঃইসমাইল,মোঃরাকিব,মোঃনাজমুল, মোঃ আসলাম,মোঃ দিদার,মোঃ ফারুক, মোঃসুজন মোঃ মোবারক,মোঃআমির,মোঃ ইমন,মোঃশিমুল,মোঃপারভেজ,মোঃরিকু,মোঃরমজান আলী, মোঃ জাবেদ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা ও কর্মীবৃন্দ।
না/সীতাকুণ্ড