বাঁশখালী পৌরসভা এলাকায় গাছের ডালে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাইছার আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ ২১ মার্চ, রোববার সকাল ৮ টায় দক্ষিণ জলদির আস্করিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভার মাইক বাঁধতে গিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে
নিহত কাইছার আহমদ বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহারউল্লাহ পাড়া ৩নং ওয়ার্ড মঞ্জুর আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাইছার আহমদ প্রায় সময় গাছের উঁঁচু ঢালে বিভিন্ন মাহফিলের মাইক বাঁধেন। কিন্তু আজ সকালে আমাদের মাহফিলের মাইক বাঁধতে গিয়ে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে মেডিকেল নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দীন মুঠোফোনে বলেন, ওই এলাকায় মাইক বাঁধার জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। এমনকি আমাদের অবগতও করা হয়নি। আমাদের জানালে মাইক বাঁধার সময় আমরা বিদ্যুতের লাইন বন্ধ রাখতাম। তাহলে এমন মর্মান্তিক দুর্ঘটনা হতো না।
এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, গাছের সাথে একটা মানুষ ঝুলে আছে। আমরা তাকে গাছ থেকে নামিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে কর্তব্যরত সেই চিকিৎসক জানান, তাকে হাসপাতালে আনার অন্তত ৩০ মিনিট আগেই তিনি মারা যান।