বাংলাদেশ জিতবে, এমনটা নিশ্চয়ই অনেকে ভাবেননি। মাত্র ৪৫ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলটে টেনে তোলেন দুই তরুণ আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। অবিশ্বাস্য এক রূপকথা লিখে ফেললেন তাঁরা। দলকে জয়ের আনন্দে ভাসালেন।
দুজনেই দেখেশুনে খেলেছেন। আস্তে আস্তে দলকে জয়ের কিনারায় নিয়ে গেছেন। গড়েছেন রেকর্ড জুটি। সপ্তম উইকেটে ১৭৪ রান করেন তারা। এর আগে ২০১৮ সালে মিরপুরে সাইফউদ্দিনের সঙ্গে ইমরুল কায়েসের ১২৭ ছিল সপ্তম উইকেটে আগের রেকর্ড জুটি। এবার তা ছাড়িয়ে গেছেন আফিফ ও মিরাজ।
শুধু তাই নয়, ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন দুই ব্যাটসম্যান। চার মেরে দলকে জয়ের দুয়ারে নিয়ে যাওয়া আফিফ অপরাজিত থাকেন ৯৩ রানে। ১১৫ বলে ১১ চার ও এক ছক্কায় এই ইনিংসটি সাজান তিনি। মিরাজ ৮১ রান করেন ১২০ বলে, নয়টি চারের মার ছিল তাঁর ইনিংসে।
সাত নম্বরের নিচে নেমে এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন মাহমুদউল্লাহ। এদিন আফিফ ও মিরাজ সে রেকর্ড ছাড়িয়ে গেছেন।
আর তাই দলও দারুণ জয় পেয়েছে চার উইকেটে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে পৌঁছে ৭ বল বাকি থাকতে।